মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। খবর এনডিটিভির।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ৫১ মিনিটে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে (এআইআইএমএস) মৃত্যুবরণ করেন কংগ্রেসের প্রবীণ এই নেতা।
মৃতুর কিছুক্ষণ পরেই এক্সে এক বার্তায় নরেন্দ্র মোদি বলেছেন, ভারত তার অন্যতম বিশিষ্ট নেতা ড. মনমোহন সিং জি-এর মৃত্যুতে শোকাহত। সুন্দর এক জায়গা থেকে উঠে এসে তিনি একজন সম্মানিত অর্থনীতিবিদ হয়ে ওঠেন। তিনি অর্থমন্ত্রী সহ বিভিন্ন সরকারি পদে দায়িত্ব পালন করেছেন, যা বছরের পর বছর ধরে আমাদের অর্থনৈতিক নীতিতে একটি শক্তিশালী প্রভাব রেখেছে। সংসদে তার হস্তক্ষেপও ছিল অন্তর্দৃষ্টিপূর্ণ। আমাদের প্রধানমন্ত্রী হিসেবে তিনি মানুষের জীবনযাত্রার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করেছেন।
এদেকে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী শোক প্রকাশ করে এক্সে লিখেছেন, জি অপার প্রজ্ঞা ও সততার সাথে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন মনমোহন সিং। তার নম্রতা এবং অর্থনীতির গভীর উপলব্ধি জাতিকে অনুপ্রাণিত করেছিল। তার স্ত্রী-পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি।
তিনি আরও লিখেন, মনমোহন সিং-এর মৃত্যুতে আমি একজন পরামর্শদাতা ও পথপ্রদর্শক হারালাম। আমার মতো লাখো অনুসারী তার পদচিহ্ন অত্যন্ত গর্বের সঙ্গে স্মরণ করবে।
চলতি বছরের শুরুর দিক পর্যন্ত রাজ্যসভার সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন মনমোহন সিং। গত এপ্রিলে রাজ্যসভা থেকে অবসরে যান তিনি। তিনি ১৯৭১ সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে প্রথম যোগদান করেন। পরে তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে ভারতের ১৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি।
আপনার মতামত লিখুন :