ঢাকা রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪০ হাজার ৬০২

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪, ০৯:৩৬ এএম

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪০ হাজার ৬০২

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি বর্বরতায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৬০২ জনে।

শনিবার (৩১ আগস্ট) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ আপডেট প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার থেকে আজ শনিবার সকাল পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে আরও ১২ ফিলিস্তিনিকে হত্যা করেছে। উত্তরে জাবালিয়া এবং দক্ষিণে খান ইউনিসসহ গাজা জুড়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের ফলে সর্বোচ্চ মূল্য দিতে হচ্ছে শিশুদের। চরম অবস্থা পার করছে তারা। একদিকে খাদ্য ও পানি সংকট, অন্যদিকে ব্যাহত চিকিৎসাসেবা। ফলে অপুষ্টিতে ভুগছে হাজার হাজার শিশু।

আরবি/জেআই

Link copied!