দ্বিতীয়বারের মতো আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন নব-নির্বাচিত ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের কিছুদিন পরই শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হয়। তবে জিনপিং সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন কি না তা জানা যায়নি। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে, এনবিসি নিউজকে শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, শি জিনপিংয়ের সঙ্গে তিনি সুসম্পর্ক বজায় রেখেছেন ও চলতি সপ্তাহেই তাদের মধ্যে যোগাযোগ হয়েছে।
এর আগে ২০১৬ সালে প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ট্রাম্প। কিন্তু ২০২০ সালে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পরাজিত হয়ে তাকে বিদায় নিতে হয়েছিল। চার বছর পর আবারও মার্কিন মসনদে বসতে যাচ্ছেন ৭৮ বছর বয়সি ট্রাম্প।
প্রসঙ্গত, ১৮৪৫ সাল থেকে অনুসরণ করা রীতি অনুসারে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠিত হবে। ওই সময় থেকেই নভেম্বরের প্রথম মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচন এবং ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়ে আসছে।
আপনার মতামত লিখুন :