আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রোববার (১৭ নভেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ১৬ মিনিটে দেশটিতে এ কম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের কোশিমা অঞ্চল। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ২।
কেন্দ্রস্থলে কম্পনটির গভীরতা ছিল ৭০ দশমিক ৬ কিলোমিটার (৪৩ দশমিক ৮ মাইল)। তবে স্বস্তির বিষয় হলো এখনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। তবে ‘আফটার শক’ নিয়ে আতঙ্কে সময় পার করছেন কোশিমার বাসিন্দারা।
প্রাথমিক ভূমিকম্পের তথ্য অনুসারে, ভূমিকম্পটি সম্ভবত কেন্দ্রস্থলের কাছাকাছি অনেক লোক তীব্রভাবে অনুভব করেছে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :