ঢাকা রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

ভূমিকম্পে কাঁপল রাশিয়া

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪, ০১:১২ পিএম

ভূমিকম্পে কাঁপল রাশিয়া

ছবি: সংগৃহীত

রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপদ্বীপ কামস্কাটকায় ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

রয়টার্সের খবর অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ২৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

ইউরোপীয় ইউনিয়নের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজি সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার গভীরে।

এ নিয়ে রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার কামস্কাটকায় মোট তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথমটি ছিল ৫ দশমিক ৯ মাত্রার। পরের দু’টির মাত্রা ছিল যথাক্রমে ৩ দশমিক ৯ এবং ৫। দ্বিতীয় ও তৃতীয় ভূমিকম্প দু’টি ছিল মূলত প্রথমটির ‘আফটার শক’।

আরবি/জেআই

Link copied!