গাজায় ফিলিস্তিনিদের মানবাধিকার বিপর্যয়কে কেন্দ্র করে ইসরাইলে অস্ত্র বিক্রি বন্ধের প্রস্তাব আয়োজন হয়েছিলো মার্কিন সিনেটে। তবে ইসরাইলে অস্ত্র সরবরাহ আটকাতে উত্থাপিত তিনটি প্রস্তাব বিপুল ভোটে খারিজ হয়ে গেছে।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বার্নি স্যান্ডার্সসহ ও ডেমোক্র্যাট সিনেটর কতিপয় সদস্য এই প্রস্তাবগুলোর পক্ষে ভোট দেয়।
কিন্তু ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের সিংহভাগ সিনেটরদের বিরোধিতার কারণে অস্ত্র বিক্রি ঠেকানোর চেষ্টা সিনেটে ব্যর্থ হয়েছে। এতে হতাশা প্রকাশ করেছেন বিভিন্ন মানবাধিকার সংগঠন।
জানা গেছে, অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন সিনেটে তোলা প্রস্তাবের পক্ষে মাত্র ১৮টি ভোট পড়ে, বিপক্ষে পড়ে ৭৯ ভোট। অন্য দুটি প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ২০টিরও কম।
মার্কিন সিনেটে প্রধান দুই দলই মূলত ইসরাইলের পক্ষে। তাই সিনেটে ইসরাইলের স্বার্থের বিরুদ্ধে যায়, এমন প্রস্তাবগুলো পাস হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
বর্তমান বাইডেন প্রশাসন যুদ্ধবিরতির কথা বললেও, ইসরাইলকে অকুণ্ঠ সমর্থন এবং সামরিক সহায়তা দিয়ে আসছে।মার্কিন প্রশাসন মনে করে, মধ্যপ্রাচ্যে ইরানসহ অন্যান্য হুমকির মুখে ইসরাইলের সুরক্ষা নিশ্চিতে সামরিক সরঞ্জাম সরবরাহ বজায় রাখা প্রয়োজন।
আপনার মতামত লিখুন :