যুক্তরাষ্ট্রে বিপজ্জনক গোষ্ঠীশাসন প্রতিষ্ঠিত হচ্ছে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বুধবার ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে দেওয়া তার বিদায়ী ভাষণে তিনি এ কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বাইডেন, রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার কিছুদিন আগে গোষ্ঠীশাসন নিয়ে এমন মন্তব্য করলেন। তার মতে, বিপুল সম্পদ, ক্ষমতা ও প্রতিপত্তি নিয়ে একটি গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, যা দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য হুমকি।
বাইডেন বলেন, “বিপুল সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি নিয়ে একটি গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এটি দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য হুমকি। আমাদের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে এগিয়ে যেতে হবে।”
তিনি এ সময় দেশবাসীকে মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষায় যেকোনো অপশক্তি রুখে দেওয়ার আহ্বান জানান। বাইডেন মার্কিন নাগরিকদের মধ্যে ভুল তথ্য ছড়ানোর ব্যাপারেও সতর্ক করেন। এছাড়া গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :