সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। মুহাম্মদ আজম নামের অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওকারায় বুধবার (৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম। সূত্র, দ্য এক্সপ্রেস ট্রিবিউন
পুলিশের তথ্য মতে, মুহাম্মদ আজম ওকারার ২৬-২ আর গ্রামের বাসিন্দা। তিনি ১৩ বছর আগে ওই নারীকে বিয়ে করেন। তবে ঘরোয়া কলহের কারণে ২০২০ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। তাদের সংসারে চারটি সন্তান রয়েছে।
জানা যায়, বিবাহবিচ্ছেদের পরে আজম তার সাবেক স্ত্রীর ছোটবোন সিদ্রার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। সিদ্রার সঙ্গে তিনি দুই সন্তানের জন্ম দেন বলে জানা গেছে। পরে তিনি সিদ্রার সঙ্গেও সম্পর্কের ইতি টেনে সাবা নামের আরেক নারীকে বিয়ে করেন এবং এক সন্তানের পিতা হন।
ঘটনার দিন আজম তার সন্তানদের সঙ্গে দেখা করতে তার বর্তমান স্ত্রী সাবাকে নিয়ে সাবেক স্ত্রীর বাড়িতে যান। খারাপ আবহাওয়ার কারণে ওই দম্পতি সেখানে রাত্রি যাপন করেন।
গভীর রাতে আজম তার সাবেক স্ত্রীর রুমে ঢুকে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় ভুক্তভোগীর ভাই উসমান আশরাফের সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি সাহায্যের জন্য ছুটে আসেন। তবে আশরাফ সেখানে আসার আগেই আজম পালিয়ে যান
প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনা সম্পর্কে জরুরি কলে পুলিশকে জানানো হয় এবং তাৎক্ষনিকভাবে একটি মামলা দায়ের করা হয়।
জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) মুহাম্মদ রশিদ হিদায়াতের নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে আজমকে আটক করেন। ধর্ষণের শিকার ওই নারীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং আরও তদন্ত করছে পুলিশ।
আপনার মতামত লিখুন :