ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

কারামুক্ত হলেন সাবেক ইরানি প্রেসিডেন্টের মেয়ে

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৪, ০৬:৫৮ পিএম

কারামুক্ত হলেন সাবেক ইরানি প্রেসিডেন্টের মেয়ে

ছবি সংগূহীত

ঢাকা: দুই বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানির মেয়ে ফায়েজা হাশেমি রাফসানজানি (৬১)। গত বুধবার তেহরানের এভিন কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

ফায়েজা ইরানের সাবেক আইনপ্রণেতা ও মানবাধিকারকর্মী। তাকে ২০২২ সালের সেপ্টেম্বরে গ্রেফতার করা হয়েছিল। ফায়েজার বিরুদ্ধে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর ঘটনায় সৃষ্ট বিক্ষোভে লোকজনকে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল।

এ ঘটনায় ফায়েজাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে তার আবেদনের ভিত্তিতে আপিল বিভাগের রুলে মুক্তি মেলে। ২০১২ সালেও ইরান সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল ফায়েজাকে। সূত্র, এএফপি

 

আরবি/এস

Link copied!