পাকিস্তানের বেলুচিস্তানে একটি স্কুলের কাছে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। পাঁচ শিশু ছাড়া বাকি দুইজনের মধ্যে একজন পুলিশ ও একজন পথচারী। বিস্ফোরণের পর ঘটনাস্থলে পাঁজনের মৃত্যু হলেও পরে হাসপাতালে চিকিৎসাধীন আরও দুইজনের মৃত্যুর হয়।
জানা গেছে, এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়ে বেলুচিস্তানের মাস্তুংয়ে দুইটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে অধিকাংশই স্কুল শিশু।
স্থানীয় পুলিশ কর্মকর্তা মিয়াদাদ উরানি বলেছেন, একটি মোটেরসাইকেলে রিমোটকন্ট্রল বোমা স্থাপন করা হয়েছিল। যে সব স্কুল শিশুর মৃত্যু হয়েছে তাদের বয়স ১০ থেকে ১৩ বছরের মধ্যে। তাছাড়া আরও চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
দুই হাসপাতালেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন মাস্তুংয়ের জেলা প্রশাসক মীর বাজ খান মারি। বিস্ফোরণস্থলের কাছে থাকা রিকশাসহ আরও বেশ কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :