প্রয়াত কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার নির্দেশ দিয়ে ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসবাদের অসাধারণ সেবা করেছেন জানিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের কুদস ফোর্সের ডেপুটি কমান্ডার জেনারেল ইরাজ মাসজেদি। বুধবার (১ জানুয়ারি) জেনারেল সোলাইমানির পঞ্চম মৃত্যুবার্ষিকীতে তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এসময় জেনারেল ইরাজ মাসজেদি প্রয়াত কমান্ডারকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে গুরুতর যুদ্ধের বৈশ্বিক প্রতীক হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ২০২০ সালের জানুয়ারিতে ক্ষমতায় থাকাকালীন ডোনাল্ড ট্রাম্প ইরাকে জেনারেল সোলাইমানিকে হত্যায় সামরিক হামলার আদেশ দিয়ে বিশ্বের সন্ত্রাসবাদকে বড় সেবা দিয়েছেন।
তিনি আরও বলেন, জেনারেল সোলাইমানিকে হত্যার নির্দেশ নিয়ে ট্রাম্পের আনুষ্ঠানিক স্বীকারোক্তি সমস্ত আইনি, আন্তর্জাতিক, নৈতিক এবং মানবাধিকার নীতির বিরুদ্ধে।
এ সময় তিনি প্রয়াত ইরানি কমান্ডারকে ওই অঞ্চলে দায়েশ (আইএসআইএল বা আইএসআইএস বা আইএস) সন্ত্রাসীদের আক্রোশের শিকার নিরাপরাধ ব্যক্তিদের ত্রাণকর্তা হিসেবে উল্লেখ করে শ্রদ্ধা জানান।
আপনার মতামত লিখুন :