ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

ব্রাজিলে ভয়াবহ দাবানল, ৩০ শহরে উচ্চ সতর্কতা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৪, ১০:১৬ এএম

ব্রাজিলে ভয়াবহ দাবানল, ৩০ শহরে উচ্চ সতর্কতা

ছবি: সংগৃহীত

ব্রাজিলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় দুজনের মৃত্যু হয়েছে এবং ৩০টি শহরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দেশটিতে দাবানলের আগুনের জেরে সৃষ্ট ধোঁয়ায় প্রায় ১২ টি মহাসড়কে। এছাড়া রাজধানী সাও পাওলো শহরটি ধূসর কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে।

রোববার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দাবানল মোকাবিলা করার জন্য ব্রাজিলের সাও পাওলো প্রাদেশিক সরকার একটি ক্রাইসিস ক্যাবিনেট গঠন করেছে। এছাড়া দাবানলের কারণে ব্রাজিলের ৩০টি শহরকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ক্রমবর্ধমান তাপমাত্রা এবং কম আর্দ্রতা সেখানে বিপজ্জনক আগুনের পরিস্থিতি তৈরি করছে। এই অঞ্চল দীর্ঘকাল ধরে খরার মধ্যে রয়েছে। স্থানীয় সরকার জানিয়েছে, উরুপেস শহরের একটি শিল্প কারখানার দুই কর্মচারী শুক্রবার আগুন নেভানোর সময় মারা গেছেন। তবে এই ঘটনার আরও বিস্তারিত বিবরণ দেয়া হয়নি বলে রয়টার্স জানিয়েছে।

আরবি/জেআই

Link copied!