ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

সম্পর্ক ভেঙে দিয়ে ছেলের প্রেমিকাকে বিয়ে করলেন বাবা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০২:৫২ পিএম

সম্পর্ক ভেঙে দিয়ে ছেলের প্রেমিকাকে বিয়ে করলেন বাবা

ছবি, সংগৃহীত

ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা লিউ লিয়াংগে তার ব্যক্তিগত জীবনের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সংবাদ শিরোনামে রয়েছেন। উত্তর-পূর্ব চীনের জিলিন প্রদেশে এক চাঞ্চল্যকর ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে। পুত্রের সম্পর্ক ভাঙিয়ে তার প্রেমিকাকে বিয়ে করার পাশাপাশি, কোটি কোটি টাকা বেআইনি ঋণ ও ঘুষ গ্রহণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের মুখে পড়েছেন তিনি।

ব্যাংকিং ক্ষেত্রে নিজের দক্ষতা এবং উচ্চ পদে উন্নীত হওয়ার মাধ্যমে পরিচিতি গড়ে তুলেছিলেন লিউ লিয়াংগে। ২০১৯ সালে পদোন্নতি পেয়ে ব্যাংকের উচ্চপদে চাকরি শুরু করেন তিনি। কিন্তু অভিযোগ, এই উচ্চ পদটি অপব্যবহার করে তিনি ৩৮৮৭ কোটি টাকা বেআইনিভাবে ঋণ দেন এবং ১৪১ কোটি টাকা ঘুষ নেন। এ কারণে ২০২৪ সালের নভেম্বর মাসে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। সূত্র, আনন্দবাজার

ব্যক্তিগত জীবনেও বিতর্কের শেষ নেই লিউয়ের। চার বার বিয়ে করেছেন তিনি এবং একাধিক বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগও রয়েছে। তবে সবচেয়ে বিতর্কিত ঘটনা ঘটে যখন তিনি নিজের পুত্রের প্রেমিকাকে বিয়ে করেন।

লিউয়ের পুত্র দীর্ঘদিন ধরে এক তরুণীর সঙ্গে সম্পর্কে ছিলেন। সম্পর্কটি আরও দৃঢ় করতে তিনি বাবার সঙ্গে প্রেমিকার পরিচয় করান। কিন্তু লিউ সেই সম্পর্ক নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন। পুত্রের কাছে তিনি অভিযোগ তোলেন যে, ওই তরুণী সম্পত্তির লোভে বিয়ে করতে চায় এবং প্রকৃত প্রেম নেই তার মধ্যে। বাবার কথায় বিশ্বাস করে পুত্র সম্পর্কের ইতি টানেন।

কিন্তু ছয় মাসের মধ্যেই সেই তরুণীকেই বিয়ে করেন লিউ। পুত্রের বিচ্ছেদের পর থেকে লিউ ওই তরুণীর প্রতি বিশেষ মনোযোগ দিতে থাকেন। দামি উপহার পাঠিয়ে তার মন জয় করেন এবং শেষ পর্যন্ত তাকে বিয়ে করেন। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন লিউয়ের পুত্র। তিনি মারাত্মক অবসাদে ভুগতে শুরু করেন এবং এক পর্যায়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়।

এই ঘটনা দেশটিতে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনেকে লিউয়ের নৈতিক অবক্ষয় এবং পিতৃত্বের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।

আরবি/এস

Link copied!