বিশ্বে সময়ের ভিন্নতার কারণে সব দেশে একসঙ্গে নতুন বছরকে বরণ করে না। কোনো জায়গায় সবার আগে এবং কোনো জায়গায় সবার পরে নতুন বছর শুরু হয়। ভৌগোলিক অবস্থানের কারণে সময়ের এ ভিন্নতা হয়।
ঘড়ির কাঁটা সবার আগে রাত ১২টা ছোঁয় নিউজিল্যান্ডে। তাই প্রতি বছরের মতো সবার আগে নতুন বছরকে বরণ করে নিল নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় বিকাল ৫টায় সেখানে বর্ষবরণের উৎসব শুরু হয়।
বছরের প্রথম প্রহরে আলোর খেলা চলে স্কাই টাওয়ারে। বর্ণিল আতশবাজি, লেজার লাইটের আলোকচ্ছটায় ছেয়ে যায় অকল্যান্ডের আকাশ। ভৌগোলিক অবস্থান ভেদে প্রায় ২৪ ঘণ্টা ধরেই বিশ্বের বিভিন্ন প্রান্তে চলবে বর্ষবরণের আয়োজন।
এর আগে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ভৌগোলিক কারণে সবার আগে নতুন বছরকে বরণ করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তবে ইএসএ আর্থ অবজারভেশনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মিরর জানিয়েছে, সবার আগে নতুন বছর ২০২৫ সালকে স্বাগত জানাবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কিরিবাতি। এটি একটি দ্বীপরাষ্ট্র এবং এটি ছাড়াও আরও ১০ দ্বীপ এলাকায় একই সময়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হবে।
বর্ষবরণে বর্ণিল আয়োজন রাখা হয়েছে মধ্যপ্রাচ্যসহ ইউরোপ-আমেরিকার সব দেশেই। পুরোনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণে প্রস্তুত বিশ্ব। ২০২৫ সাল যেন শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে এই কামনা বিশ্ববাসীর। বাংলাদেশেও তরুণরা নতুন বছরকে বরণে নানা আয়োজন করে থাকে। আতশবাজি, ভ্রমণ, কনসার্ট, পিকনিকসহ নানা আয়োজন করে থাকে তারা।
জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নববর্ষ-২০২৫ উদযাপনে বর্ণিল সাজে সেজেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ার।
আপনার মতামত লিখুন :