ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট দেশটির পার্লামেন্ট নেসেটের এমপি পদ থেকে পদত্যাগ করছেন। বুধবার (০২ জানুয়ারি) তিনি এই ঘোষণা দেন। খবর রয়টার্সের।
গত নভেম্বর মাসে নেতানিয়াহুর সঙ্গে কয়েক মাস ধরে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা নিয়ে মতবিরোধের পর সরকার থেকে বরখাস্ত হন। তবে তিনি নির্বাচিত সদস্য হিসেবে নেসেটে এতদিন তার আসন ধরে রেখেছিলেন।
সম্প্রতি টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে গ্যালান্ট বলেন, যেমনটি যুদ্ধক্ষেত্রে ঘটে, তেমনি জনসেবাতেও। এমন কিছু মুহূর্ত আসে যখন থামতে হয়, মূল্যায়ন করতে হয় এবং লক্ষ্য অর্জনের জন্য একটি দিক নির্ধারণ করতে হয়।
গ্যালান্ট প্রায়ই নেতানিয়াহু এবং তার কট্টর ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোটের বিপক্ষে অবস্থান নিয়েছেন। আল্ট্রা অর্থডক্স ইহুদি পুরুষদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান করা ও না-করার বিষয়টি ইসরায়েলে একটি অত্যন্ত বিতর্কিত বিষয়।
২০২৩ সালের মার্চ মাসে গ্যালান্ট একটি বিতর্কিত সরকারি পরিকল্পনা যা সুপ্রিম কোর্টের ক্ষমতা হ্রাস করবে তা স্থগিত করার আহ্বান জানানোর পর নেতানিয়াহু তাকে বরখাস্ত করেছিলেন। তার বরখাস্তের সিদ্ধান্ত ব্যাপক প্রতিবাদ সৃষ্টি করেছিল এবং নেতানিয়াহু পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন।
আপনার মতামত লিখুন :