ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের চিরবিদায়

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৯:২৯ এএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের চিরবিদায়

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেইনস-এ নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশ বছর।  কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) জিমি কার্টার সেন্টার জানায়, জিমি কার্টার চার সন্তান ও ১১ নাতি-নাতনি রেখে গেছেন। তার স্ত্রী রোসালিন ২০২৩ সালের নভেম্বরে মারা যান। জিমি কার্টার ইতিহাসে সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট। গত অক্টোবর মাসে তিনি ১০০তম জন্মদিন উদ্‌যাপন করেন।

ডেমোক্র্যাট দল থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন জিমি কার্টার। তিনি ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। জনপ্রিয়তা হারিয়ে হোয়াইট হাউস ছাড়ার পর মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নি

আরবি/জেআই

Link copied!