জ্বরে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (২৩ ডিসেম্বর) তাকে ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয় বলে জানিয়েছে তার কার্যালয়। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ক্লিনটনের কার্যালয়ের উপপ্রধান কর্মকর্তা অ্যাঞ্জেল ইউরেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, ‘জ্বরে আক্রান্ত হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা এবং পর্যবেক্ষণের জন্য আজ (সোমবার) বিকেলে প্রেসিডেন্ট ক্লিনটনকে জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।’
জানা গেছে, বর্তমানে ক্লিনটনের বয়স ৭৮। আর চলতি বছরেই বেশ কয়েকবার তাকে শারীরিক সমস্যার মুখে পড়তে হয়েছে।
এর আগে, রক্তের সংক্রমণের কারণে ২০২১ সালের অক্টোবরে ক্লিনটনকে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল পাঁচ রাত। শুধু তাই নয়, ২০০৪ সালে ৫৮ বছর বয়সে তার হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর থেকে তাকে লাইফস্টাইল পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। পরামর্শ অনুযায়ী জীবনধারা বদলের নিজের চেষ্টা নিয়ে জনসম্মুখে কথাও বলেছিলেন ক্লিনটন।
সবশেষ ২০২২ সালের নভেম্বরে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সংবাদের শিরোনাম হয়েছিলেন ক্লিনটন। তখন তিনি নিজেই জানিয়েছিলেন, তার করোনার উপসর্গগুলো ছিল ‘মাঝারি’। ‘করোনার টিকা এবং টিকার বুস্টার ডোজ নিয়ে তিনি কৃতজ্ঞ’ বলেও উল্লেখ করেছিলেন।
প্রসঙ্গত, ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত দুই মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ছিলেন বিল ক্লিনটন। দেশটির দ্বিতীয় সর্বোচ্চ কমবয়সী প্রেসিডেন্ট ছিলেন তিনি।
আপনার মতামত লিখুন :