ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

পেন্টাগন থেকে সরছে চার গণমাধ্যমের কার্যালয়

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ১০:১৭ এএম

পেন্টাগন থেকে সরছে চার গণমাধ্যমের কার্যালয়

ছবি: ইন্টারনেট

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে চারটি প্রধান গণমাধ্যমের কার্যালয় সরানোর সিদ্ধান্ত নিয়েছে। এই গণমাধ্যমগুলো হলো- এএফপি (AFP), রয়টার্স (Reuters), দ্য ওয়াশিংটন পোস্ট (The Washington Post), এবং পলিটিকো (Politico)। 

পেন্টাগন কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে সংগঠিত করা হচ্ছে সংবাদ পরিবেশন ব্যবস্থার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

এই সিদ্ধান্তের ফলে পেন্টাগনে সাংবাদিকদের জন্য নতুন কর্মস্থল তৈরি করা হবে এবং সেগুলো আরও কার্যকরভাবে সংবাদ সংগ্রহের কাজে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। 

তবে, অনেক গণমাধ্যমের পক্ষ থেকে এই পদক্ষেপের সমালোচনা করা হচ্ছে, কারণ তারা মনে করছেন, এর ফলে পেন্টাগনে সাংবাদিকদের উপস্থিতি কমে যাবে এবং সরকারী তথ্যের সঠিকতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

এছাড়া, সাংবাদিকদের এবং গণমাধ্যমের সঙ্গে সরকারের সম্পর্ক ও স্বচ্ছতা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হতে পারে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন। এই সিদ্ধান্তের কার্যক্রম শুরু হতে বেশ কিছু সপ্তাহ সময় লাগবে।

রূপালী বাংলাদেশ

Link copied!