ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

বিশ্বব্যাপী বর্ণিল আয়োজনে বরণ ইংরেজি নববর্ষ-২০২৫

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ১১:৩০ এএম

বিশ্বব্যাপী বর্ণিল আয়োজনে বরণ ইংরেজি নববর্ষ-২০২৫

ছবি: সংগৃহীত

খ্রিস্টীয় নতুন বছরের আগমনে আনন্দে মেতে উঠেছে সারা বিশ্ব। বর্ণিল আতশবাজি, আলোকসজ্জা ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে ও নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি অনুযায়ী ২০২৫ সালকে স্বাগত জানাচ্ছে বিশ্বের প্রতিটি দেশ। বর্ষবরণ উদযাপনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।  

নতুন বছরকে সর্বপ্রথম স্বাগত

সময় অঞ্চল অনুযায়ী ইংরেজি নববর্ষ উদযাপন বিশ্বে প্রথম শুরু হয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র কিরিবাতি ও টোঙ্গায়। এখানকার সময় অনুযায়ী ৩১ ডিসেম্বর বিকেল ৪টা (গ্রিনউইচ মান সময়) থেকে নতুন বছর শুরু হয়েছে।

এছাড়া বিশ্বে সবার আগে নতুন সালকে স্বাগত জানানো দেশের তালিকায় রয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। অকল্যান্ডের স্কাই টাওয়ার ও সিডনি হারবার ব্রিজের আতশবাজি দৃষ্টিনন্দন পরিবেশ তৈরি করে, যা স্থানীয় ও পর্যটকদের মধ্যে ব্যাপক আনন্দ ছড়ায়।

ইউরোপ

ইউরোপে নববর্ষ উদযাপনের অন্যতম প্রধান আকর্ষণ হলো আলোকসজ্জা আর আতশবাজি। লন্ডনের বিগ বেন ও টেমস নদীর তীরে জমকালো আতশবাজি হাজারো মানুষকে আকৃষ্ট করে। প্যারিসের আইফেল টাওয়ারের আলোকিত সৌন্দর্য ও রোমের ঐতিহাসিক স্থানে উৎসবের আমেজ সবাইকে আনন্দে ভাসায়।

নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে বিখ্যাত বল ড্রপ ইভেন্ট বিশ্বজুড়ে জনপ্রিয়। হাজারো মানুষ একত্রিত হয়ে নতুন বছরের কাউন্টডাউন উদযাপন করে। পাশাপাশি, কনসার্ট, প্যারেড ও পারিবারিক আয়োজনে দেশব্যাপী নববর্ষের উৎসব চলে।

এশিয়া

এশিয়ার দেশগুলোতে নববর্ষ উদযাপন ভিন্নমাত্রা পায়। জাপানে মন্দিরে ঘণ্টাধ্বনি দিয়ে নতুন বছর শুরু হয়, আর চীনে পরিবারসহ সময় কাটানোর রীতি প্রচলিত। ভারত ও বাংলাদেশে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রঙিন উৎসব নতুন বছরকে উজ্জ্বল করে তোলে।

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নববর্ষ উদযাপনের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। দুবাইয়ের বুর্জ খলিফার চমৎকার আতশবাজি সারা বিশ্বের নজর কাড়ে। এ ছাড়া পরিবারকেন্দ্রিক অনুষ্ঠানও বাড়ছে।

বিশ্বজুড়ে ইংরেজি নববর্ষ উদযাপন একটি অভিন্ন স্বপ্ন ও নতুন দিনের প্রত্যাশার প্রতীক হয়ে ওঠে, যা পুরো পৃথিবীকে এক করে তোলে।

আরবি/জেআই

Link copied!