বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
গ্রেপ্তার চক্রের ৩ সদস্য

বাংলাদেশিদের জন্য ভারতেই তৈরি হচ্ছে শত শত জাল পাসপোর্ট

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ০৯:৪২ পিএম

বাংলাদেশিদের জন্য ভারতেই তৈরি হচ্ছে শত শত জাল পাসপোর্ট

ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের জন্য ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় তৈরি করা হচ্ছে শত শত জাল পাসপোর্ট। আবার এসব পাসপোর্ট নিতে দিতে হচ্ছে বিপুল পরিমাণ টাকা। এমনই এক চক্রের সন্ধান পেয়েছে কলকাতা পুলিশ।

ইতোমধ্যে জাল পাসপোর্ট বানিয়ে দেওয়ার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে দু’জন কলেজের শিক্ষার্থী। এই চক্রটি কমপক্ষে ২৫০টি জাল পাসপোর্ট বানিয়ে ভারতে পালিয়ে থাকা বাংলাদেশিদের দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এক একটি পাসপোর্ট বানাতে ২ লাখ টাকা করে নিয়েছে চক্রটি।

কলকাতা পুলিশ বলছে, ভবানীপুর থানায় এক অভিযোগের ভিত্তিতে পুলিশের কাছে খবর আসে শহরে জাল পাসপোর্ট তৈরি হচ্ছে। প্রথমে রিপন বিশ্বাস নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়। তারপরই বেরিয়ে আসে পাসপোর্ট জাল তৈরির এই ঘটনা।

রোববার (১৫ ডিসেম্বর) গ্রেপ্তার তিন জনকে আদালতে তোলা হলে তাদের আগামী শুক্রবার (২০ ডিসেম্বর) পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

পুলিশ সূত্রে আরও জানা যায়, জাল পাসপোর্ট তৈরিতে কাজ করে একটি চক্র। কিন্তু এ চক্রের মাথা কে তারই এখন খুজে বের করা চেষ্টা করছে পুলিশ। এছাড়া পাসপোর্টগুলো কোথায় কোথায় এবং কাদের কাছে পৌঁছে গিয়েছে তার খোঁজ শুরু হয়েছে।

সূত্র: জি নিউজ বাংলা

আরবি/ এইচএম

Link copied!