ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

ফ্লোরিডায় হারিকেন মিল্টনের তাণ্ডব, ১৬ জনের মৃত্যু

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৪, ০৯:৫৫ এএম

ফ্লোরিডায় হারিকেন মিল্টনের তাণ্ডব, ১৬ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

শক্তিশালী সামুদ্রিক ঝড় হারিকেন মিল্টন ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে। যার প্রভাবে সৃষ্ট টর্নেডো, বন্যা এবং ঝড়ের কবলে পড়ে অঙ্গরাজ্যটিতে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, মেক্সিকো উপকূল থেকে অগ্রসর হয়ে স্থানীয় সময় বুধবার (৯ অক্টোবর) রাতে অঙ্গরাজ্যটিতে আঘাত হানে মিল্টন। হারিকেনটি প্রথমে ৩ মাত্রার হয়ে আঘাত হানলেও পরে তা ৫ মাত্রায়  রূপ নেয়। দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে এটি ধীরে ধীরে দুর্বল হয়ে ১ মাত্রায় রূপ নিয়ে আটলান্টিক মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে।

হারিকেন মিল্টনের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি-রাস্তাঘাট। ৩০ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ঘূর্ণিঝরটির প্রভাবে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন হারডি কাউন্টির বাসিন্দারা। এ ছাড়া পার্শ্ববর্তী সারাসোটা ও মানাটি কাউন্টিতে এ সংকট তীব্র আকার ধারণ করেছে।

মিল্টনের প্রভাবে কমপক্ষে ১৯টি টর্নেডোর জন্ম হয়েছে। ফ্লোরিডার পূর্ব উপকূলে ফোর্ট পিয়ার্সে টর্নেডোর পরে একাধিক প্রাণহানির খবরও পাওয়া গেছে। সেন্ট লুসি কাউন্টি শেরিফ কিথ পিয়ারসনের বরাত দিয়ে এবিসি নিউজ এই তথ্য জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কিছু জানায়নি। টর্নেডোর কারণে প্রায় ১২৫টি বাড়ি ধ্বংস হয়েছে।

মাত্র সপ্তাহ দুয়েক আগেই ফ্লোরিডায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে হারিকেন ‘হেলেন’। ২০০৫ সালে আঘাত হানা হারিকেন ‘ক্যাটরিনা’র পর এটি যুক্তরাষ্ট্রে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী ঝড়। ‘হেলেন’র প্রভাবে যুক্তরাষ্ট্রে ২৩০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।

আরবি/এফআই

Link copied!