ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

যে কারণে দুর্ঘটনায় পড়েছিল ইব্রাহিম রাইসির হেলিকপ্টার

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৪, ০১:১২ পিএম

যে কারণে দুর্ঘটনায় পড়েছিল ইব্রাহিম রাইসির হেলিকপ্টার

ছবি: সংগৃহীত

চলতি বছরের মে মাসে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি ও প্রদেশের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। সেই দুর্ঘটনার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে দুর্ঘটনার পেছনে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং হেলিকপ্টারে অতিরিক্ত যাত্রীর ওজনকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজের বরাতে এ তথ্য জানায় জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি উড্ডয়নের জন্য আবহাওয়া অনুপযুক্ত ছিল, এবং হেলিকপ্টারে নির্ধারিত যাত্রীর চেয়ে অন্তত দুজন বেশি ছিলেন, যা দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

আরবি/জেআই

Link copied!