পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তোশাখানা মামলায় জামিন দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। বিচারপতি মিয়ানগুল হাসান আওরঙ্গজেবের সভাপতিত্বে বুধবার (২০ নভেম্বর) জামিন আবেদনের শুনানি হয়। বিচারক পিটিআই প্রতিষ্ঠাতাকে জামিনের পরে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।
সেই সঙ্গে সতর্ক করে দিয়েছিলেন যে, বিচার চলাকালীন ইমরান আদালতকে সহযোগিতা না করলে জামিন বাতিল করা হতে পারে।
তবে আজকের জামিন ইমরানের কারাগার থেকে মুক্তি নিশ্চিত করছে না। কারণ তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে, যেগুলোতে তাকে এখনো জামিন দেওয়া হয়নি।
বুশরা বিবি গত মাসে একই মামলায় জামিন পেয়েছিলেন। তাকে কারাগার থেকে মুক্তি দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তবে ইমরান গত বছরের ৫ আগস্ট পৃথক আরও মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে রয়েছেন।
তোশাখানা মূলত একটি ফার্সি শব্দ যার মানে ধন-ুসম্পদ রাখার ঘর। পাকিস্তানে ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত তোশাখানা মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণের অধীনে একটি বিভাগ। অন্যান্য সরকার ও রাজ্যের প্রধান এবং বিদেশি বিশিষ্ট ব্যক্তিরা দেশটির শাসক, সংসদ সদস্য, আমলা এবং কর্মকর্তাদের দেওয়া মূল্যবান উপহারসামগ্রির সংরক্ষণশালা হিসেবে ব্যবহার করা হয় এই তোশাখানা।
তোশাখানায় বুলেটপ্রুফ গাড়ি, সোনার ধাতুপট্টাবৃত স্যুভেনির এবং দামী পেইন্টিং থেকে শুরু করে ঘড়ি, অলঙ্কার, পাটি এবং তলোয়ারের মতো মূল্যবান জিনিস সংরক্ষিত রয়েছে।
আপনার মতামত লিখুন :