ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
হঠাৎ বোমাতঙ্ক

২৩৯ জন অরোহী নিয়ে জরুরি অবতরণ করল ভারতীয় বিমান

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০১:৫৬ পিএম

২৩৯ জন অরোহী নিয়ে জরুরি অবতরণ করল ভারতীয় বিমান

ছবি: সংগৃহীত

আকাশপথে সেবাদানকারী ভারতীয় সংস্থা এয়ার ইন্ডিয়ার মুম্বাই থেকে নিউইয়র্কগামী ফ্লাইটে বোমাতঙ্ক দেখা দিয়েছে। গভীর রাতে ২৩৯ জন অরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি মুম্বাই থেকে রওনা দিয়েছিল। বোমাতঙ্ক ছড়াতেই বিমানটির যাত্রাপথ পরিবর্তন করে দিল্লি বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়।  পরে যাত্রী ও বিমানকর্মীদের নিরাপদে বের করে আনা হয় বিমানটি থেকে। আপাতত বিমানটি দিল্লি বিমানবন্দরেই রয়েছে। বিমানটির ভেতরে কোথাও সন্দেহজনক কিছু রাখা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, এয়ার ইন্ডিয়া নামের একটি ফ্লাইট মুম্বাই থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে নিরাপত্তা ইস্যুতে আবার দিল্লি ফিরে এসেছে। ২৩৯ জন যাত্রী নিয়ে বিমানটি সোমবার (১৪ অক্টোবর) সকালে ইন্দ্রিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। তবে বিমান থাকা সব যাত্রী ও ক্রু সদস্যরা নিরাপদে রয়েছেন।

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র বলেন, এআই১১৯ নামের ফ্লাইটটি আজ সোমবার মুম্বাই থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে যাওয়ার পথে হঠাৎ করে সুনির্দিষ্ট বিষয়ে একটি নিরাপত্তা সমস্যার কারণে, সরকারি নিরাপত্তা রেগুলেটরি কমিটি বিমানটিকে দিল্লিতে জরুরি অবতরণের নির্দেশ দেয়। বিমান থেকে সব যাত্রীদের নামিয়ে দেয়া হয়েছে। তারা সবাই দিল্লি বিমানবন্দরের টার্মিনালে রয়েছেন।

পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, বিমানটিকে বিমানবন্দরের আইসোলেশন রানওয়ের কাছে পার্ক করা হয়েছে। নিরাপত্তা সংস্থার বোম স্কয়ার্ড সদস্যদের সহযোগিতা চাওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রোটোকলের নিয়ম অনুযায়ী যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

এদিকে এয়ার ইন্ডিয়া এ বিষয়ে কিছু না জানালেও প্রকৃত কারণ খুঁজতে তদন্ত চলছে। 

আরবি/জেআই

Link copied!