শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

ভারতীয় বিলিয়নিয়ারের মেয়ে উগান্ডার জেলে, জাতিসংঘে বাবা

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৪, ০৯:৫৩ এএম

ভারতীয় বিলিয়নিয়ারের মেয়ে উগান্ডার জেলে, জাতিসংঘে বাবা

ছবি: সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় বিনা বিচারে আটক করা হয়েছে ওসওয়াল গ্লোবাল গ্রুপের মালিকের মেয়ে বসুন্ধরাকে। এমন অভিযোগ তুলেছেন ভারতীয় বংশোদ্ভূত সুইস বিলিয়নিয়ার পঙ্কজ ওসওয়াল।

জানা গেছে, তার ২৬ বছর বয়সী কন্যা বসুন্ধরাকে অবৈধভাবে উগান্ডায় বন্দি করে রাখা হয়েছে, এমন দাবি নিয়ে জাতিসংঘে গিয়েছেন এই ধনকুবের। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে ফার্স্ট পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ওসওয়াল দাবি করেছেন যে তার মেয়েকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। কারণ- গত ১ অক্টোবর থেকে পূর্ব আফ্রিকার দেশটিতে তার মেয়েকে বিনা বিচারে আটক করে রাখা হয়েছে।

গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বসুন্ধরা ওসওয়ালকে উগান্ডার ওসওয়ালের এক্সট্রা-নিউট্রাল অ্যালকোহল (ইএনএ) প্ল্যান্ট থেকে প্রায় ২০ জন সশস্ত্র লোক উঠিয়ে নিয়ে যায়।

গ্রেপ্তারের পূর্বে তারা কোনো ধরনের পরিচয় দেখায়নি। বসুন্ধরাকে একজন নিখোঁজ ব্যক্তির মামলায় আটক করা হয়েছিলো বলে অভিযোগ করেন বাবা ওসওয়াল।

গত ১ অক্টোবর থেকেই তাকে উগান্ডার জেলে আটকে রাখা হয়েছে। এই ঘটনার পেছনে ‘করপোরেট এবং রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করেছেন ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতি। 

আরবি/এফআই

Link copied!