ঢাকা শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

ইরানে হামলার সমাপ্তি ঘোষণা করল ইসরায়েল

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৪, ১০:০৯ এএম

ইরানে হামলার সমাপ্তি ঘোষণা করল ইসরায়েল

ছবি: সংগৃহীত

ইরানে বিমান হামলার আপাতত সমাপ্তির ঘোষণা দিয়েছে ইসরাইল।

শনিবার (২৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, শুক্রবার রাতে ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘ইসরাইল কয়েক মাস ধরে ইরানের হামলার জবাবে, এই মুহূর্তে ইরানের সামরিক স্থাপনাগুলোয় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী।’ ইরানে ইসরাইলের হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রও।

শনিবার সকালে ইরানে হামলার সমাপ্তি টানার ঘোষণা দিয়ে এক ভিডিও বার্তায় ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন,

‘আমি এখন নিশ্চিত করছি যে আমরা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরাইলের পাল্টা হামলার সমাপ্তি টানার সিদ্ধান্তে পৌঁছেছি। আমরা ইরানে সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি। ইরানের তাৎক্ষণিক হামলার হুমকি ব্যর্থ করে দিয়েছি। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী সফল মিশন শেষ করেছে।’

ইরান যদি নতুন করে হামলা চালায় তাহলে ইসরাইল ‘প্রতিক্রিয়া দেখাতে বাধ্য’ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ইসরাইলের সামরিক বাহিনীর এই মুখপাত্র বলেন,

আমাদের বার্তা পরিষ্কার: যারা ইসরাইল রাষ্ট্রকে হুমকি দেয় এবং এই অঞ্চলকে আরও বিস্তৃত উত্তেজনার দিকে টেনে আনতে চায় তাদেরকে চড়া মূল্য দিতে হবে। আমরা আজ প্রমাণ করেছি যে আমাদের সক্ষমতা এবং সিদ্ধান্ত কার্যকর করার সংকল্প উভয়ই আছে। আমরা ইসরাইল রাষ্ট্র এবং দেশের জনগণকে রক্ষা করার জন্য প্রস্তুত।

আরবি/জেআই

Link copied!