ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

হানিয়াকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ১১:১২ এএম

হানিয়াকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল

ছবি: সংগৃহীত

হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করেছে ইসরায়েল। সোমবার (২৪ ডিসেম্বর) এক ভাষণে হুতি বিদ্রোহীদের ধ্বংসের হুঁশিয়ারিও দেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। খবর এএফপি।

তিনি দাবি করেন, হামাস ও হিজবুল্লাহকে পরাজিত করেছে তেলআবিব। ইরানের অস্ত্র উৎপাদন কারখানায় আঘাত ও সিরিয়ায় আসাদ সাম্রাজ্যকে উৎখাত করেছে। কাৎজের হুমকি, এবার ইয়েমেনে হুতিদের আস্তানা ধ্বংস এবং নেতাদের নির্মূল করা হবে।

তিনি বলেন, হুতি সন্ত্রাসীদেরও জবাব ও তাদের অবকাঠামো ধ্বংস করা হবে। তেহরান, গাজা ও লেবাননে হানিয়া, সিনওয়ার আর নাসরাল্লাহর সাথে যা হয়েছে হোদেইদা ও সানাতেও তাই হবে।  নেতাদের শিরশ্ছেদ করা হবে। এছাড়াও ইসরায়েলের দিকে যারাই হাত ওঠাবে, সে হাত কেটে ফেলা হবে।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে বৈরুতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ এবং অক্টোবরে গাজায় হানিয়ার উত্তরসূরী ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করে ইসরায়েল।

আরবি/জেআই

Link copied!