ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

গাজায় হামলা জোরালো করছে ইসরায়েল, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫, ০৮:৪৩ এএম

গাজায় হামলা জোরালো করছে ইসরায়েল, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস সব শর্তে রাজি না হওয়া দেশটির গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভোটাভুটির আয়োজন পিছিয়ে দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। তবে তেল আবিবের অভিযোগ, হামাস শেষ মুহূর্তে চুক্তিতে কিছু নতুন বিষয় যুক্ত করতে চাইছে। খবর বিবিসির।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় ভোট হওয়ার কথা ছিল। কিন্তু ভোটের কয়েক ঘণ্টা আগে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ভোট স্থগিত করা হয়েছে।

এদিকে এক বিবৃতিতে নেতানিয়াহু অভিযোগ করে বলেন, হামাস শেষ মুহূর্তে ‘কিছু ছাড় জোর করে আদায়ের চেষ্টা করছে’। তাই হামাস ‘সব শর্তে রাজি না হওয়া’ পর্যন্ত মন্ত্রিসভার ভোটাভুটি অনুষ্ঠিত হবে না।

ইসরায়েল ও হামাসের মধ্যে ১৫ মাস ধরে চলা এই যুদ্ধ অবসানে মূল মধ্যস্থতাকারী ছিল যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর। আগামী রোববার (১৯ জানুয়ারি) থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে।

তবে ইসরায়েলের আলোচকেরা দোহায় যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হলেও তাদের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা ও সরকার অনুমোদন না করা পর্যন্ত এই চুক্তি কার্যকর হবে না।

আরবি/জেআই

Link copied!