ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে তথাকথিত ‘সেফ জোন’ (নিরাপদ অঞ্চল) আল-মাওয়াসিতে ব্যাপক বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজার বিভিন্ন অংশে নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে পোঁছেছে।
রোববার (২২ ডিসেম্বর) এসব হামলায় গাজার অবরুদ্ধ উত্তরাঞ্চলে অধিকাংশ প্রাণহানি ঘটেছে ।
আল-জাজিরার সানাদ এজেন্সির মাধ্যমে যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে, গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার পর ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা দুইজনের মরদেহ বিড়ালদের খেতে দেখে। এছাড়াও ইসরায়েলি বাহিনী দীর্ঘ সময় উদ্ধারকাজে বাধা দিয়েছে বলে স্থানীয় সূত্রস জানায়।
আপনার মতামত লিখুন :