ঢাকা শনিবার, ০২ নভেম্বর, ২০২৪

গাজায় দুই আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, ৫০ শিশুসহ নিহত ৮৪

নিউজ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০৯:৪১ এএম

গাজায় দুই আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, ৫০ শিশুসহ নিহত ৮৪

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলে দুটি বহুতল আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর হামলায় ৮৪ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ৫০ জনের বেশি শিশু রয়েছে।  কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, শুক্রবার (১ নভেম্বর) রাতে গাজার সরকারি গণমাধ্যম দফতর এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকাটি অবরুদ্ধ করে ইসরাইলি বাহিনীর অব্যাহত বোমা হামলার কারণে সেখানে উদ্ধারকর্মীরা যেতে পারছেন না। ওই এলাকায় কোনো ধরনের স্বাস্থ্য পরিষেবা কিংবা ত্রাণসহায়তা দেয়া সম্ভব হচ্ছে না।

সরকারের পক্ষ থেকে বেসামরিক নাগরিকদের সুরক্ষার বাধ্যবাধকতা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, দেশটির বালবেক-হেরমেল এলাকায় শুক্রবার ইসরাইল বাহিনীর হামলায় ৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭২ জন আহত হয়েছেন। এ নিয়ে লেবাননে ইসরাইলের হামলায় এ পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ নিহত হয়েছেন।

 

আরবি/জেআই

Link copied!