ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর বিশেষ ইউনিট ৬৬৯-এর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ৩ সেনা নিহত এবং ৮ সেনা আহত হয়েছেন। যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে যুদ্ধবিধ্বস্ত উপত্যকার রাফাহতে এ দুর্ঘটনা ঘটে এবং হেলিকপ্টারটি ‘প্রযুক্তিগত ত্রুটির’ কারণে দুর্ঘটনা শিকার হয় বলে নিশ্চিত করেছে ইসরাইলি গণমাধ্যম।
ইসরাইলি গণমাধ্যমের বরাতে আল-মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি একজন আহত ইসরাইলি সেনাকে উদ্ধারের জন্য পাঠানো হয়েছিল। হামাসের স্নাইপার হামলায় ওই সেনা আহত হয়েছিলেন। আহত ওই সেনা সদস্যকে নিরাপদে সরিয়ে নেওয়ার সময়েই দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি।
এ হতাহতের ঘটনায় ইসরাইলি বাহিনীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং পরিস্থিতি নিয়ে বিশ্লেষকদের মধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :