ঢাকা মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

এবার জাপানে ভূমিকম্পের আঘাত, আশঙ্কা রয়েছে সুনামির

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ১১:১৯ এএম

এবার জাপানে ভূমিকম্পের আঘাত, আশঙ্কা রয়েছে সুনামির

ছবি: সংগৃহীত

পূর্ব এশিয়ার দেশ জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৬। 
দেশটির প্রত্যন্ত ইজু দ্বীপপুঞ্জের কাছে এই ভূমিকম্প আঘাত হানে।

এএফপির খবর অনুযায়ী, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) হওয়া ভূমিকম্পের পর সুনামি সতর্কতাজারি করেছে জাপানের স্থানীয় কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার জাপানের প্রত্যন্ত ইজু দ্বীপপুঞ্জের কাছে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে। এই কম্পনের পর স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করে।

আরবি/জেআই

Link copied!