কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিউ ডেমোক্রেটিক পার্টি-এনডিপির হাত ধরেই এতদিন ক্ষমতায় টিকেছিলেন। তবে এবার তিনি একরকম বিপদেই পড়েছেন। দলটি তার হাত ছেড়েছে বলে জানয়েছেন এনডিপির নেতা জগমিত সিং।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এনডিপির বিরোধী এই নেতা এ ঘোষণা দেন। এমন পরিস্থিতিতে কানাডায় আগাম নির্বাচন হওয়ার জোর সম্ভাবনা দেখা দিয়েছে।
এর আগে বুধবার মধ্য-বামপন্থি লিবারেল সরকারের ওপর থেকে শর্তহীন সমর্থন তুলে নেয় এনডিপি। এখন ক্ষমতায় থাকতে নতুন জোটসঙ্গীর জন্য হন্যে হয়ে খোঁজ চালাচ্ছেন ট্রুডো।
২০২৫ সালের অক্টোবরে কানাডায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে, জোটসঙ্গী ছেড়ে যাওয়ায়, নতুন কারও সঙ্গে জোটবদ্ধ হতে না পারলে, ক্ষমতা ছাড়তে হবে ট্রুডোকে। জরিপে দেখা গেছে, নির্বাচনে বিরোধী কনজারভেটিভদের কাছে চরমভাবে পরাজিত হবেন তিনি।
একই বছর নভেম্বরে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ট্রুডো। প্রায় এক দশক ধরে ক্ষমতায় থাকাকালে কানাডায় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আবাসন সংকটে ট্রুডো জনপ্রিয়তা হারিয়েছেন।
আপনার মতামত লিখুন :