ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছেন কেজরিওয়াল

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৪, ০৩:১২ পিএম

মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছেন কেজরিওয়াল

ছবি: সংগৃহীত

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল দীর্ঘ ছয় মাস কারাভোগ শেষে গত দুই দিন আগে কারাগার থেকে ছাড়া পেয়েছেন। কিন্তু এবার তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। খবর এনডিটিভি’র।

রোববার (১৫ সেপ্টেম্বর) দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে কেজরিওয়াল এমন ঘোষণা দেন। তার এমন ঘোষণায় অনেকেই আশ্চর্য হয়েছেন।

শুক্রবার জামিনে মুক্তি পান কেজরিওয়াল। এরপর আজ রোববার দিল্লিতে আম আদমি পার্টির কর্মীদের উদ্দেশে ভাষণ দেন তিনি। সেখানে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করার পাশাপাশি পদত্যাগের ঘোষণা দেন।

তিনি বলেন, ‘দু’দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি। মানুষ রায় না দেয়া পর্যন্ত আমি চেয়ারে বসব না। প্রত্যেক বাড়িতে যাব, দরজায় দরজায় পৌঁছাব। মানুষের রায় না পাওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব না।’

আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে ছয় মাস দিল্লির তিহাড় জেলে বন্দি ছিলেন কেজরিওয়াল। বরাবরই তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিজেপি কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করিয়েছে বলে অভিযোগ করেন তিনি। 

আরবি/এফআই

Link copied!