ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজন চলছে: ডোনাল্ড ট্রাম্প

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৫, ০৫:৩৮ পিএম

ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজন চলছে: ডোনাল্ড ট্রাম্প

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ইউক্রেন ইস্যুতে বৈঠক অনুষ্ঠিত হবে। সম্প্রতি এ তথ্য জানিয়েছেন ট্রাম্প। কিন্তু কবে তদের মধ্যে বৈঠক হতে পারে তার কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি।

এর আগে পাম বিচের মার-এ-লাগোতে রিপাবলিকান গর্ভনরদের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজন করা হচ্ছে।

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট পুতিন দেখা করতে চান। এমনকি প্রকাশ্যে। তাছাড়া আমাদের এই যুদ্ধ শেষ করতে হবে। এটি একটি রক্তাক্ত সংঘাত বলেও উল্লেখ করেন ট্রাম্প।

আরবি/জেআই

Link copied!