ঢাকা মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

গ্রিসে অভিবাসী প্রত্যাশীদের নৌকাডুবি, নিহত ৪

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ১১:৩৫ এএম

গ্রিসে অভিবাসী প্রত্যাশীদের নৌকাডুবি, নিহত ৪

ছবি: সংগৃহীত

গ্রিসের স্যামোস দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। এটি ছিল অভিবাসন প্রত্যাশীদের একটা ছোট নৌকা। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে। গ্রিসের কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটি তুরস্ক থেকে আসছিল।

এদিকে কোস্ট গার্ড জানিয়েছে, মৃতদের তিনজন নারী ও একজন অল্পবয়সী মেয়ে। পাঁচজন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়। ২৬ জন সাঁতার কেটে তীরে পৌঁছান।

নৌকাডুবির পরেই উদ্ধারকারী দল সক্রিয় হয়। জল, স্থল ও আকাশপথে খোঁজ চলতে থাকে। তখন বেশ জোরে হাওয়া চলছিল। সমুদ্র উত্তাল ছিল। ফলে উদ্ধারকাজ সহজ ছিল না বলে কর্মকর্তারা জানিয়েছেন। এই ছোট নৌকাটি কেন ডুবে গেল, তা জানা যায়নি। কারা নৌকায় ছিলেন, তারা কোন দেশের বাসিন্দা সে ব্যাপারেও কিছু বলা হয়নি।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, যেখানে নৌকাডুবি হয়েছে, তার কাছের বাসিন্দারা প্রথমে তাদের বিষয়টি জানান। তারা চিৎকার ও কান্নার শব্দ শুনতে পেয়েছিলেন। সমুদ্র থেকে সাহায্য চেয়ে কাতর আবেদন তাদের কানে এসেছিল। তারা সঙ্গে সঙ্গে কর্মকর্তাদের বিষয়টি জানানোয়, তারা ঘটনাস্থলে চলে আসেন।

আরবি/জেআই

Link copied!