ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

জম্মু ও কাশ্মীরে একই গ্রামে ১৬ জনের রহস্যজনক মৃত্যু

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০৯:৪৮ এএম

জম্মু ও কাশ্মীরে একই গ্রামে ১৬ জনের রহস্যজনক মৃত্যু

ছবি: সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরের একটি গ্রামে গত ৪৫ দিনে ১৬ জনের মৃত্যু হয়েছে। তবে তাদের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। এ রহস্যজনক মৃত্যুগুলোর বিষয়ে তদন্ত শুরু করতে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার বুধল গ্রামে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে স্বাস্থ্য, কৃষি, রাসায়নিক ও সার, এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরাও অন্তর্ভুক্ত রয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রীয় দল রোববার ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবে এবং ত্রাণ কাজ শুরু করবে। মৃত্যুর কারণ উদঘাটনের জন্য দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হবে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত দেড় মাসে বুধল গ্রামের বহু মানুষ জ্বর, বমি, গায়ে ব্যথা ও অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ১৬ জন মারা গেছেন। তবে তাদের মৃত্যুর প্রকৃত কারণ এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

আরবি/এফআই

Link copied!