দক্ষিণ কোরিয়ার সঙ্গে থাকা আন্তঃসীমান্ত রাস্তা এবং রেল লাইন বোমা মেরে গুড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। এ সময় দক্ষিণ সেনাবাহিনী সতর্কতা স্বরূপ গুলি চালায়। মঙ্গলবার (১৫ অক্টোবর) এ ঘটনা ঘটে। খবর রয়টার্স
দুই কোরিয়ার উত্তেজনার মধ্যে গত সপ্তাহে পিয়ংইয়ং জানায়, সীমান্তে উভয় দেশের মধ্যে থাকা সংযোগ সড়ক এবং রেললাইন পুরোপুরি বিচ্ছিন্ন করা হবে। এছাড়া এই দেশের মধ্যে দীর্ঘ সময় ধরে সম্পর্ক উন্নয়নের যে চেষ্টা সেটিও এর মধ্য দিয়ে মুখ থুবড়ে পড়ল।
উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর প্রধান বলেন, মঙ্গলবার দুপুরে উত্তর কোরিয়া তাদের সীমান্ত সড়ক এবং রেললাইন উড়িয়ে দিয়েছে। এই অংশটি দক্ষিণের সঙ্গে সংযোগ স্থাপন করেছিল।
এ ঘটনাকে দক্ষিণ কোরিয়ার আন্তঃসীমান্ত মন্ত্রী অতীতে আন্ত কোরিয়ার চুক্তি লঙ্ঘনের সঙ্গে তুলনা করে একে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন।
মন্ত্রণালয়ের মুখপাত্র বেয়ং সাম এক ব্রিফিংয়ে বলেন, এটা দুঃখজনক যে উত্তর কোরিয়া এ ধরনের প্রতিহিংসামূলক কাজ বার বার করে আসছে।
দক্ষিণ সেনাবাহিনীর প্রকাশিক এক ভিডিওতে দেখা গেছে, রাস্তা এবং রেল সংযোগটি দ্রুতই বিস্ফোরকের মাধ্যমে উড়িয়ে দেয়া হয়েছে। উত্তরের অংশটি কালো বস্তু সদৃশ কিছু দিয়ে বাঁধা সৃষ্টি করা হয়েছিল। এছাড়া রাস্তার পাশে গুডবাই লেখা সম্বলিত একটি নির্দেশক চিহ্ন দেখা গেছে।
আপনার মতামত লিখুন :