ঢাকা শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪

লেবাননে রাতভর ইসরায়েলি তাণ্ডব, ২৪ ঘণ্টায় নিহত ৪৬

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৪, ১০:০৭ এএম

লেবাননে রাতভর ইসরায়েলি তাণ্ডব, ২৪ ঘণ্টায় নিহত ৪৬

লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী বৈরুতে রাতভর তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ছুঁড়েছে একের পর এক বোমা। সেন্ট্রাল বৈরুতে বেসামরিক ভবনে চালানো হয়েছে বিমান হামলা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, বুধবার (২ অক্টোবর) বৈরুতসহ বিভিন্ন এলাকায়ও হামলা চালানো হয়। ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় ৪৬ জন নিহত হয়েছেন। আহত আরও ৮৫ লেবানিজ।  

এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কিছুক্ষণ আগে মধ্য লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত দুইজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় বৈরুতের উপকণ্ঠে এবং বেকা, বালবেক-হারমেল ইসরাইলি হামলায় ৪৬ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন।

লেবানন জানায়, রাতভর হামলায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৮। এদিকে, স্থল অভিযানে হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে ইসরায়েলি সেনাদের। বুধবার আট সেনা হারিয়েছে দেশটি।

আরবি/জেআই

Link copied!