ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

তিন বছর পর পাকিস্তানের মূল্যস্ফীতি কমলো

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৪, ০৭:৫৪ পিএম

তিন বছর পর পাকিস্তানের মূল্যস্ফীতি কমলো

ছবি, সংগৃহীত

ঢাকা: টানা তিন বছর পর পাকিস্তানে মূল্যস্ফীতি বার্ষিকভিত্তিতে কমে ৯ দশমিক ৬ শতাংশে নেমেছে। এই সফলতার জন্য সরকারকে ক্রেডিট দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে শাহবাজ শরিফ জানান, আগস্টে পাকিস্তানের মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে।

পাকিস্তানের পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত তিন বছরের মধ্যে এই প্রথম মূল্যস্ফীতি এক অঙ্কের ঘরে নামলো। সরকারি উদ্যোগের ফলে এটা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।

২০২২ সালের মে মাসের পর থেকেই পাকিস্তানের মূল্যস্ফীতি বাড়তে থাকে অবিশ্বাস্যভাবে। গত বছরের মে মাসে এই হার বেড়ে দাঁড়ায় ৩৮ শতাংশে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কিছু চাহিদার কারণেও দেশটিতে মূল্যস্ফীতি বেড়ে যায়।

পাকিস্তানের পরিসংখ্যান ব্যুরো জানায়, চলতি বছরের আগস্টে মূল্যস্ফীতি দাঁড়ায় ৯ দশমিক ৬ শতাংশে। ২০২৩ সালের আগস্টে যা ছিল ২৭ দশমিক ৪ শতাংশ।

 

আরবি/এস

Link copied!