ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করল ফিলিস্তিনিরা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪, ১১:২৪ এএম

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করল ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় নির্মমভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। যা চরম মানবাধিকার লঙ্ঘন হলেও দেশটিকে অব্যাহতভাবে সামরিক সহায়তা দিয়েই যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আর এমন পরিস্থিতিতে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রতি সহায়তা কমাতে বা অভিযুক্ত ইউনিটগুলোর সামরিক সহায়তা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে মামলা করেছেন পাঁচ ফিলিস্তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন সূত্রে জানা গেছে,  মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গাজা, অধিকৃত পশ্চিম তীর ও যুক্তরাষ্ট্রে বসবাসকারী পাঁচ ফিলিস্তিনির করা সেই মামলায় অভিযোগ আনা হয়েছে বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের। আর মামলাটি করা হয়েছে যুক্তরাষ্ট্রের গত শতকের ৯০-এর দশকের ‘লেহি আইন’–এর আওতায়।

মামলার অভিযোগে বলা হয়েছে, লেহি আইন পররাষ্ট্র দপ্তর চাইলে প্রয়োগ করতে পারত, কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে নজিরবিহীনভাবে ইসরায়েলের মানবাধিকারের চরম লঙ্ঘন যেভাবে বেড়েছে, তা ভয়ংকর।

মামলার বিষয়ে জানতে আল–জাজিরার তরফে যোগাযোগ করা হলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, বিচারাধীন মামলা নিয়ে তারা কোনো মন্তব্য করে না।

আরবি/এফআই

Link copied!