বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

শীতে দিশেহারা মানুষ; ৫ ডিগ্রির নিচে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ০৩:১৯ পিএম

শীতে দিশেহারা মানুষ; ৫ ডিগ্রির নিচে তাপমাত্রা

ছবি, সংগৃহীত

তাপমাত্রা আবারও ৫ ডিগ্রির নিচে নেমেছে। রোববার (১৫ ডিসেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লি এবং এর আশপাশের এলাকায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বিগত কয়েক দিন ধরেই দিল্লিতে শৈত্যপ্রবাহ চলছে এবং যার মধ্যেই গত ৭দিনে এনিয়ে ৩ বার ৫ ডিগ্রির নিচে নামল তাপমাত্রা। সূত্র, হিন্দুস্তান টাইমসের

রোববার সকালে দিল্লি নগরীর প্রাথমিক আবহাওয়া কেন্দ্র সফদরজংয়ে ৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এ নিয়ে ৩ বার ৫ ডিগ্রির নিচে নেমে গেল তাপমাত্রা।

ভারতীয় সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, গেল ১৪ বছরের মধ্যে এই প্রথম ডিসেম্বরে এতটা তাপমাত্রা কমল দিল্লিতে।

রাজস্থানের কিছু অংশে সোমবার পর্যন্ত এ শৈত্যপ্রবাহ চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে শীত বাড়লেও বাতাসের গুণগত মানে বিশেষ পরিবর্তন হবে না বলেও জানায়। একইসাথে, শনিবারের তুলনায় আরও হ্রাস পেয়েছে বাতাসের মান।

আরবি/এস

Link copied!