ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিমান দুর্ঘটনা, নিহত ১০

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০৭:৩৭ পিএম

কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিমান দুর্ঘটনা, নিহত ১০

ছবি: সংগৃহীত

কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে, যাতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) দেশটির কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, প্যাসিফিকা ট্রাভেল পরিচালিত বিমানটি বুধবার জুরাডো থেকে মেডেলিন যাওয়ার পথে নিখোঁজ হয়। পরে এটি উত্তর-পশ্চিম কলম্বিয়ার অ্যান্টিওকিয়া বিভাগের উরাও পৌরসভার একটি গ্রামীণ এলাকায় বিধ্বস্ত হয়। ছোট আকারের বিমানটিতে ২ জন ক্রু সদস্য ও ৮ জন যাত্রী ছিলেন। তাদের সবাই মারা গেছেন।

ঘটনাস্থলে উদ্ধার কাজ চালানোর জন্য ৩৭ জন কর্মী নিয়োজিত আছেন এবং উদ্ধার কার্যক্রম দ্রুত শেষ করার চেষ্টা চলছে। তবে, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজ কিছুটা কঠিন হয়ে পড়েছে, কারণ এটি হেলিকপ্টার ছাড়া স্থলপথে সম্পাদিত হচ্ছে।

ইতোমধ্যে কলম্বিয়ার পরিবহন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান কর্তৃপক্ষ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। সূত্র: আনাদোলু এজেন্সি

আরবি/এফআই

Link copied!