দক্ষিণ কোরিয়ায় ১৮১ জন আরোহীসহ এক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪৭ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন। রোববার (২৯ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম আল জাজিরার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এদিন সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে জেজু এয়ারের ৭সি২২১৬ ফ্লাইটটি ১৭৫ জন যাত্রী এবং ছয়জন ক্রু নিয়ে দেশের দক্ষিণে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থা।
জানা গেছে, দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গিয়ে বিমানটির পাশের দেওয়ালের সাথে সংঘর্ষ হয়। এসময় বিমানটিতে ছয় জন ক্রু ও ১৭৫ জন যাত্রী ছিলেন।
রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদন সূত্রে জানা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এখন পর্যন্ত অন্তত ৪৭ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইয়োনহাপ জানিয়েছে, দুর্ঘটনায় ৪৭ জন নিহত হয়েছেন। দুই জনকে জীবিত পাওয়া গেছে। ওই দুইজনের মধ্যে একজন যাত্রী এবং অন্য এক ফ্লাইট অ্যাটেনডেন্ট।
এদিকে দুর্ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে টুইন-ইঞ্জিন এই প্লেনটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেওয়ালে বিধ্বস্ত হতে দেখা যাচ্ছে। এরপর সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়।
এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই দুর্ঘটনাস্থল থেকে আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠেতে দেখা যায়। দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া এসব ছবি ও ভিডিওতে দেখা গেছে, প্লেনের কিছু অংশে আগুন লেগেছে।
আপনার মতামত লিখুন :