ঢাকা বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ১৭৯

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ১০:২৯ এএম

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ১৭৯

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে ১৮১ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় দুজন বাদে বিমানের সকল আরোহী নিহত হয়েছেন। দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপ এ বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, রোববার (২৯ ডিসেম্বর) সকালে বিমানটি বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায়। এরপরই ভয়াবহ আগুন ধরে যায় বিমানটিতে। পরে দ্রুতই আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

জানা গেছে, ১৭৫ যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে থাইল্যান্ড থেকে ফিরছিলো জেজু এয়ারের বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজটি। এ ঘটনায় এখনও উদ্ধারকাজ চলছে বলে জানা গেছে; ১৮১ জনের মধ্যে দু’জনকে জীবিত বের করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাখির সাথে সংঘর্ষের জেরে ল্যান্ডিং গিয়ারে গোলোযোগ তৈরি হয়ে এ দুর্ঘটনা হতে পারে।

আরবি/এফআই

Link copied!