থাইল্যান্ডের ব্যাংককে ছোট যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে ব্যাংককের বিমানবন্দর থেকে ৯ আরোহী উড্ডয়নের পর পরই প্লেনটি বিধ্বস্ত হয়। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের চাচোয়েংসাও প্রদেশের ম্যানগ্রোভ জলাভূমিতে বিমানটি আছড়ে পড়ে। উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলে জীবিত কাউকে খুঁজে পাননি।
থাইল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানটিতে সাতজন যাত্রী-ক্রু এবং দুজন পাইলট ছিলেন।
দেশটির প্রাদেশিক সরকারের মুখপাত্র জানিয়েছেন, বিমানে হংকং থেকে আসা পাঁচ চীনা পর্যটক ছিলেন। তাদের মধ্যে ছিলেন দুজন নারী থাই ক্রু এবং থাই পাইলট ও কো-পাইলট। বিমানটিতে কারা ছিলেন তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
আপনার মতামত লিখুন :