ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

বিচারবিভাগীয় সংস্কারের প্রতিবাদে বিক্ষোভ, উত্তাল মেক্সিকো

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪, ০৩:৩২ পিএম

বিচারবিভাগীয় সংস্কারের প্রতিবাদে বিক্ষোভ, উত্তাল মেক্সিকো

ছবি: সংগৃহীত

মেক্সিকোতে বিক্ষোভে নেমেছেন হাজার হাজার মানুষ। দেশটির প্রস্তাবিত বিচারবিভাগীয় সংস্কারের প্রতিবাদে এ বিক্ষোভ করছেন সর্বসাধারণ মানুষ।

সোমবার (২ সেপ্টেম্বর) ডয়চে ভেলের এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে বিচারবিভাগীয় সংস্কারের ফলে বিচারকদেরও জনগণের ভোটে নির্বাচিত হতে হবে। সমালোচকদের মতে, এই ব্যবস্থা চালু হলে বিচারবিভাগের স্বাধীনতার সঙ্গে সমঝোতা করা হতে পারে। এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকোর সম্পর্ক খারাপ হয়েছে। বিদেশি বিনিয়োগ ধাক্কা খেয়েছে।

দেশটির বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর প্রস্তাব করেছিলেন বিচারবিভাগের এই সংস্কার এবং পরবর্তী প্রেসিডেন্ট যিনি হবেন সেই ক্লাউদিয়া শেইনবামও তা সমর্থন করেছেন।

মেক্সিকোয় বর্তমানে বিচারক ও ম্যাজিস্ট্রেটদের ফেডারেল জুডিশিয়াল কাউন্সিল নিয়োগ করে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রেসিডেন্ট মনোনীত করেন এবং সেনেট তা অনুমোদন করে। কিন্তু যদি এই সংস্কার চালু হয় তাহলে সাত হাজার বিচারক ও ম্যাজিস্ট্রেট মানুষের ভোটে নির্বাচিত হবেন। কারা প্রার্থী হবেন সেই প্রস্তাব সরকারি প্রশাসন, আইনসভা ও বিচারবিভাগ করবে।

আরবি/জেআই

Link copied!