ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪

বিজ্ঞানীদের বার্ধক্যবিরোধী ওষুধ তৈরির নির্দেশ দিলেন পুতিন

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৩:২৩ পিএম

বিজ্ঞানীদের বার্ধক্যবিরোধী ওষুধ তৈরির নির্দেশ দিলেন পুতিন

ছবি, সংগৃহীত

ঢাকা: আমরা চিন্তায় করি বার্ধক্য ঠেকানো যায় না। বার্ধক্য একটা প্রাকৃতিক নিয়ম এবং প্রত্যেকেরই পরিণতি। তবে, জেনেটিক বিজ্ঞানীদের অনেকে মনে করেন, বার্ধক্য ঠেকানো যায়।

বার্ধক্য ঠেকাতে, বয়স থামানোর ওষুধ তৈরির কাজ শুরু করতে রাশিয়ার বিজ্ঞানীদের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানা গেছে, নিজের জন্য নয়, দেশের জন্যই এই ওষুধ তৈরি করতে বলেছেন পুতিন। বুধবার ( ৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার মানুষদের গড় আয়ু উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট পুতিন। যাতে তাদের আয়ু বাড়ে, তার জন্য রাশিয়ার বিজ্ঞানীদের দ্রুত বার্ধক্য রোধকারী বা অ্যান্টি-এজিং চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করতে বলেছেন তিনি।  

গত জুন মাসেই এই নির্দেশ দিয়েছিলেন। সম্প্রতি মেদুজা ও সিস্টেমা নামে দুটি সংবাদমাধ্যমের তদন্তমূলক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। আপাতত বার্ধক্য ঠেকিয়ে ২০৩০ সালের মধ্যে ১ লক্ষ ৭৫ হাজার মানুষের জীবন বাঁচাতে চায় রাশিয়া।  

প্রেসিডেন্টের নির্দেশ পাওয়ার পরই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একাধিক গবেষণা প্রতিষ্ঠানে যোগাযোগ করা হয়েছে। সেখানের চিকিৎসক-গবেষকদের এমন ওষুধ বা চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করতে বলা হয়েছে- যা সাধারণ মানুষের বয়স বা বার্ধক্য রুখে দেবে।

 

আরবি/এস

Link copied!