কাতারের পুলিশ কলেজ এবং রাস লাফফান ইমার্জেন্সি অ্যান্ড সেফটি কলেজের সপ্তম ব্যাচের ক্যাডেটদেরকে সার্টিফিকেট প্রদান করেছে দেশটির সরকার। ফিলিস্তিন, ইরাক এবং সোমালিয়ার ক্যাডেটসহ পুলিশ কলেজ থেকে ১৩৬ জন স্নাতককে সার্টিফিকেট প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে কাতারের পুলিশ একাডেমির সদর দপ্তরে সপ্তম ব্যাচের ক্যাডেটদেরকে এই সার্টিফিকেট প্রদান করে দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ আবদুল আজিজ বিন ফয়সাল বিন মোহাম্মদ আল থানি। তিনি উভয় কলেজের অবশিষ্ট স্নাতকদের সার্টিফিকেট প্রদান করেন।
রাস লাফান ইমার্জেন্সি অ্যান্ড সেফটি কলেজ থেকে ১১ জন স্নাতককে সম্মানিত করা হয়েছে, যার মধ্যে ফিলিস্তিনের দুইজন ক্যাডেট রয়েছেন।
অনুষ্ঠানে স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ মিসফার আল-শাহওয়ানি, অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর ডেপুটি কমান্ডার (লেখউইয়া) এবং পুলিশ একাডেমির সুপ্রিম কাউন্সিলের প্রাক্তন সদস্যকে তার মেয়াদে একাডেমির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সম্মানিত করেন।
এ সময় কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর কমান্ডার (লেখউইয়া)- পুলিশ একাডেমির সুপ্রিম কাউন্সিলের চেয়ারম্যান হাই শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানি ছাড়াও দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গ্র্যাজুয়েটদের পরিবারগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :