ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

বড় দরপতনের রেকর্ড স্বর্ণের দামে

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৪, ০৯:৩৮ পিএম

বড় দরপতনের রেকর্ড স্বর্ণের দামে

ছবি, সংগৃহীত

তিন বছরের মধ্যে স্বর্ণের সবচেয়ে বড় দরপতনের রেকর্ড। মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশা ভেস্তে যাওয়ায় ডলারের দর বেড়ে যায়। এতে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের প্রতি আকর্ষণও কমে যায়। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর ১টা ৪৪ মিনিটে স্পট গোল্ড শূন্য দশমিক ১ শতাংশ কমে আউন্সপ্রতি ২,৫৬৫ দশমিক ৪৯ ডলারে নেমে আসে।

এই সপ্তাহে দাম রেকর্ড ৪ শতাংশের বেশি কমে যায় এবং বৃহস্পতিবার তা চলতি বছরের ১২ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন স্তরে পৌঁছে যায়। যুক্তরাষ্ট্রে স্বর্ণ শূন্য দশমিক ১ শতাংশ কমে আউন্সপ্রতি ২,৫৭০ দশমিক ১০-তে স্থির হয়ে যায়। তবে এক মাসেরও বেশি সময়ের মধ্যে এবারই সবচেয়ে বড় সাপ্তাহিক দর অর্জনের পথে রয়েছে, যা অন্যান্য মুদ্রার ধারকদের জন্য স্বর্ণকে আরও ব্যয়বহুল করে তুলেছে। সূত্র রয়টার্স

এদিকে, মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফার হার আরও বেড়ে গেছে। কারণ তথ্য অনুযায়ী, গত মাসে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে খুচরা পর্যায়ে মূল্যবান ধাতুটির বিক্রি প্রত্যাশার চাইতে বেশি বেড়েছে। 

আরবি/এস

Link copied!